-
サマリー
あらすじ・解説
শ্রীমদ্ভাগবতম নবম স্কন্ধ, অধ্যায় ১২-এর সংক্ষিপ্তসার: এই অধ্যায়ে রাজা রামচন্দ্রের বংশধরদের কাহিনী বর্ণিত হয়েছে। রামচন্দ্রের পুত্র কুশ এবং লব-এর বংশধরদের বর্ণনা দেওয়া হয়েছে। এই অধ্যায়ে বিভিন্ন রাজাদের শাসনকাল, তাঁদের কীর্তি এবং তাঁদের বংশধরদের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও, এই অধ্যায়ে বিভিন্ন রাজাদের ধর্মনিষ্ঠা, শৌর্য এবং প্রজাদের প্রতি তাঁদের ভালোবাসার কথা বর্ণিত হয়েছে।