-
サマリー
あらすじ・解説
শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধ দশম অধ্যায়ে শ্রী রামচন্দ্রের কাহিনী বর্ণিত হয়েছে। এই অধ্যায়ে রামচন্দ্রের জন্ম, তাঁর রাজ্যাভিষেক, বনবাস, সীতা হরণ এবং রাবণ বধের কাহিনী সংক্ষেপে বর্ণিত হয়েছে।
রামচন্দ্র অযোধ্যার রাজা দশরথের পুত্র। কৈকেয়ী, দশরথের এক রাণী, তাঁর পুত্র ভরতের জন্য রাজ্য চেয়েছিলেন এবং রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে পাঠানোর দাবি করেন। রামচন্দ্র তাঁর পিতার আদেশ মেনে সীতা ও লক্ষ্মণকে নিয়ে বনবাসে যান। বনবাসের সময়, রাক্ষস রাবণ সীতাকে হরণ করেন। রামচন্দ্র, হনুমান ও বানর সেনার সাহায্যে রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন এবং অযোধ্যায় ফিরে আসেন।
এই কাহিনী শ্রীমদ্ভাগবতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা রামচন্দ্রের ধর্ম, ন্যায় ও কর্তব্যের প্রতীক হিসেবে তুলে ধরে।