-
サマリー
あらすじ・解説
নবম স্কন্ধের অষ্টম অধ্যায়ে রাজা সগর এবং তাঁর বংশধরদের কাহিনী বর্ণিত হয়েছে। রাজা সগর ছিলেন ইক্ষ্বাকু বংশের একজন মহান রাজা। তিনি তাঁর দুই রাণী কেশিনী এবং সুমতিকে নিয়ে রাজত্ব করতেন। রাজা সগরের ৬০,০০০ পুত্র ছিল, যারা অত্যন্ত শক্তিশালী এবং গর্বিত ছিল। একবার রাজা সগর অশ্বমেধ যজ্ঞ শুরু করেন, কিন্তু ইন্দ্র দেবতা সেই যজ্ঞের ঘোড়া চুরি করে পাতালে লুকিয়ে রাখেন। রাজা সগরের পুত্ররা সেই ঘোড়া খুঁজতে পাতালে যান এবং সেখানে তাঁরা মহর্ষি কপিলের আশ্রমে ঘোড়াটিকে দেখতে পান। তাঁরা মহর্ষি কপিলকে চোর মনে করে তাঁকে অপমান করেন। মহর্ষি কপিলের ক্রোধে তাঁদের সকলেই ভস্মীভূত হন। এরপর রাজা সগরের পৌত্র অংসুমান মহর্ষি কপিলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ঘোড়াটিকে উদ্ধার করেন। অংসুমান গঙ্গা নদীকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তপস্যা শুরু করেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। তাঁর পুত্র দিলীপও একই প্রচেষ্টা করেন, কিন্তু তিনিও ব্যর্থ হন। অবশেষে দিলীপের পুত্র ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন এবং তাঁর পূর্বপুরুষদের মুক্তি দেন। এই অধ্যায়ে মূলত রাজা সগর এবং তাঁর বংশধরদের কর্ম এবং তাঁদের ধর্মাচরণের কাহিনী বর্ণিত হয়েছে।